নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোর সোমবার ঘোষণা দিয়েছেন, ইউক্রেন যুদ্ধের জবাবে নরওয়ের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হবে। নরওয়ে সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশ।
সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখার ব্যাপারে নরওয়ের প্রধানমন্ত্রী বলেছেন, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে কঠিন পরিস্থিতি। রাশিয়া অন্য দেশে তাদের যুদ্ধের সীমা বৃদ্ধি করবে এমন কোনো ইঙ্গিত নেই, কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি আমাদের আরও হুমকি, গোয়েন্দা তৎপরতা এবং মিথ্যা তথ্য সন্ত্রাসের মুখে ফেলেছে।
নরওয়ে আজ অর্থাৎ ১ নভেম্বর থেকেই তাদের নিরাপত্তা জোরদার করবে। নর্ড স্ট্রিম পাইপ লাইনে নাশকতার ঘটনার পর নিজেদের জ্বালানি স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি করেছিল নরওয়ে। এর কয়েক সপ্তাহ পর পুরো দেশজুড়েই সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখার ঘোষণা দিল দেশটি।
ইউক্রেনে যুদ্ধ বাধার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতার ভূমিকা পালন করছে নরওয়ে। ইউনিয়নের মোট চাহিদার চার ভাগের এক ভাগ গ্যাস আসছে নরওয়ে থেকে।