রাজধানীতে মানব পাচারকারী চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা সোমবার (৩১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান হোসেন মোল্লা বলেন, লিবিয়ায় ওই মানবপাচার চক্রের কবলে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন ডিবি প্রধান।