বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/ বিএসএস পরীক্ষা ২০২০
গলাচিপা সরকারী কলেজে শুক্রবার সকালে বাংলা ভাষা- ১ , বিকালে
ইসলামিক স্টাডিজ -২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় কলেজ
কতর্ৃপক্ষ শিক্ষাথর্ীদের কাছ থেকে জন প্রতি ৫শত টাকা করে আদায়
করেছে বলে অভিযোগ উঠেছে। এ টাকা ২শত ৫০জনের কাছ থেকে
আদায় করা হয়েছে। কলেজ কতর্ৃপক্ষ বলছে প্রসাশনের সাথে কথা বলেই এ
টাকা আদায় করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/
বিএসএস পরীক্ষা ২০২০ ( ১৩তম ব্যাচ হতে ২০তম ব্যাচ) ১ম , ২য় , ৩য় , ৪র্থ , ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষাথর্ীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এ পরীক্ষায় ২৮অক্টোবর ২০২২ থেকে ১৩জানুয়ারী ২০২৩ পর্যন্ত চলবে।
গলাচিপা সরকারী কলেজে শুক্রবার সকালে বাংলা ভাষা- ১ , কোড নং -১৩০১,
বিকালে ইসলামিক স্টাডিজ -২ কোড নং ৩৩০৪ পরীক্ষা অনুষ্ঠিত
হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষাথর্ীরা জানান, প্রতি
বছর এ ধরনের মাসওয়ারা নিয়ে থাকে কতর্ৃপক্ষ। যাতে আমরা ভালো ভাবে
পরীক্ষা দিতে পারি।
গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির জানান, বাউবি
পরী্ক্ষায় অনেক খরচ যা পাই তাতে খরচ উঠে না তাই প্রশাসনের সাথে
আলাপ আলোচানা করে ও কলেজ সংলগ্ন মসজিদের উন্নয়নের ল্েক্ষ জন
প্রতি ৫শ টাকা করে আদায় করেছি।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নিবার্হী কর্মকতার্(অতিরিক্ত দায়িত্ব)
মো: মহিউদ্দিন আল হেলাল জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে
দেখবো , তবে টাকা আদায়ের ব্যাপারে আমি কোন অনুমতি দেই নি।