নাটোরের লালপুর উপজেলায় ১৫০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার গোপালপুর তোফা কাটা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের আকতার ডেগীর ছেলে স্বপন (৪০) ও চকনাজিরপুর গ্রামের চান্দু সরদারের ছেলে রাশেদুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার গোপালপুর তোফা কাটা মোড়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছে ১৫০টি ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা
হয়। এ ঘটনায় থানায় তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।