ফরিদপুের গাড়ী ও তেলের পাম্পে অভিযান, জেল জরিমানা ফরিদপুর প্রতিনিধি – সদরপুরে আইন অমান্য করে গাড়ী চালানো এবং ওজনে তেল বিক্রয়ের কারণে জেল জরিমান
করা হয়েছে। জানা গেছে, সদরপুরে অবৈধভাবে গাড়ী চালানোর কারণে ডি এম পরিবহনের সুপারভাইজার ফয়সাল (২২)কে ৩ দিনের জেল দেয়া হয়েছে। পৃথক অপর অভিযানে
সদরপুর ফিলিং স্টেশন নামের তেলের পাম্পকে পরিমাপে তেল কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।