র্ণিঝড় “সিত্রাং” এর তান্ডবে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন চরবিশ্বাসের বটতলা বাজার হাজী মেহের আলী জামে মসজিদের ইমামের বাড়িতে গাছ পড়ে তার থাকার ঘর ও অজুখানা ভেঙ্গে গেছে।
গাছের চাঁপায় ইমাম মোঃ ইসমাইল গুরতর আহত হন । আবহাওয়া খারাপের জন্য হুজুর কে নিয়ে হাসপাতালে যেতে পারছেন না প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন বাসায় । আজ সকল ৫ টায় সময় তার ঘরের উপরে গাছ পরে । তিনি গাছের নিচে চাপা পরেন, চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ।
তার ঘড় এবং সোবার চকি ভেঙ্গে যায় তার নিচে ইসমাইল চাপা পরেন । স্থানীয় লোক জন গাছ কেটে তাকে উদ্ধার করেন। তার ঘাড় এবং পিঠের উপরে গাছ পড়ায় প্রচন্ড ব্যথা পেয়েছে ।
তার বড় ছেলে জাকারিয়া জানান,আবহাওয়া প্রচন্ড খারাপ হওয়ার কারনে কোথায়ও যেতে পারছিনা। খেয়া, ট্রলার সব ধরনের জানবাহন চলাল বন্ধ আছে এমন কি ওষুধের দোকান বন্ধ আছে ।
আমরা তাকে গরম পানির ছ্যাকা এবং বাসায় থাকা বিষ ব্যাথার ওষুধ খাওয়াচ্ছি। গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার ( অ দি ) মোঃ মহিউদ্দিন আল হেলাল একাত্তর কে জানান স্বাস্থ্যবিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ।