স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে অস্থিরতা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে। আজ শনিবার সকালে সচিবালয়ে বার্ষিক ক্রিড়া সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে কিছু কিছু জায়গায় পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।
এসময় তিনি আগের রাতে সমাবেশস্থলে নেতাকর্মীদের সশস্ত্র পাহারার সমালোচনা করেন।
এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতাদের উস্কানীমূলক বক্তব্য পরিস্থিতি অস্থিতিশীলতার চেষ্টা বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা দেয়া হবে না।