বাগেরহাটের মোংলা পোর্ট পৌর এলাকার মাদ্রাসা রোড সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে একটি স্টিল বডির নৌযানে ৮০০ লিটার চোরাই ডিজেলসহ রিয়াজ হাওলাদার (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে কোস্টগার্ডের পশ্চিম জোন সদর দপ্তরের সদস্যরা তাকে আটক করে। আটক চোরাকারবারি রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার কানমারী গ্রামের এনামুল হাওলাদারের ছেলে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান জানান, মোংলা পোর্ট পৌর এলাকার মাদ্রাসা রোড সংলগ্ন নদীতে চোরাকারবারিরা তেল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বোরে অভিযান পরিচালনা করা হয়।এসময়ে একটি স্টিল বডির নৌযানসহ ৮০০ লিটার চোরাই ডিজেলসহ রিয়াজ হাওলাদার (২২) নামে এক পাচারকারীকে আটক করা হয়।
তিনি জানান, এদিন দুপুরে স্টিল বডির নৌযান, চোরাই ডিজেলসহ চোরাকারবারি রিয়াজ হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।