রাজধানীর বনানীর স্টার কাবাব রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
শুক্রবার (৭ অক্টোবর) বনানীর ১৭ নম্বর সড়কে স্টার কাবাবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ’