পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের উত্তর বিরাজলা ( বোতলবুনিয়া বাজারে) গতকাল দুপুর ২টার দিকে একই এলাকার ( অবঃ) প্রাপ্ত পুলিশ সদস্য ইদ্রিস সিকদার এর ছেলে আলম সিকদার এবং তার ছেলে মাহিব সিকদার সহ অজ্ঞাত নামা ১০/১২ জন লোক সদ্য নির্মিত আব্দুর রাজ্জাক মাতবরের ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে চুরমার করে দেয়।
সরেজমিনে গিয়ে জানা জায় আঃ রাজ্জাক মাতবর দীর্ঘদিন যাবৎ ঐ স্থানে সাইকেল রিকশা মেরামত করে তার ৮ সদস্যদের পরিবার পরিচালনা করে আসছিলো। কিন্তু গতকাল হঠাৎই তার ঘরটি ভেঙে দেয়ায় তিনি বর্তমানে অসহয় জীবন যাপন করছে। আরও জানা যায় যেই জায়গাটিতে রাজ্জাক মাতবরের ঘর ছিলো সেটি সরকারি জায়গায়।
রাজ্জাক মাতবর বলেন তিনি এ বিষয় মাদারবুনিয়া ইউনিয়নের দায়ীত্বে থাকা এস আই ইব্রাহিমকে অবহিত করলে তিনি পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।
এ বিষয় ঘর ভাংচুরকারী আলম সিকদার এর সাথে কথা হলে তিনি প্রথমে ঐ জমির মালিকানা তার দাদার দাবী করলেও পরে বলেন ওটা সরকারি জায়গা দীর্ঘদিন যাবৎ ওখানে আমার দাদা ব্যবসা বানিজ্য করে আসছে, আর তাই সেই সুত্রে ঐ জমির মালিকানা এখন তাদের হয়েছে।
জদিও এ বিষয় এ প্রতিবেদকের সাথে সরাসরি কথা বলার কথা বলে সদর রোডে নিয়ে গিয়ে তিনি পরবর্তীতে জায়গা বদল করেন এবং পরে এ বিষয় কথা বলবেন বলে জানায়। এদিকে তিনি সরকারী ঘর কি ভাবে বরাদ্দ পেলেন এ বিষয় তার ছেলে মাহিব সিকদার বলেন, যারা তাদেরকে ঘর দিয়েছে তাদেরকে গিয়ে ধরেন তারাই বলতে পারবে কিভাবে আমাদেরকে ঘর দিয়েছে।
তবে বাজারে ঘর ভাঙার বিষয় লালু মেম্বার বলেন, এই জায়গায় দীর্ঘদিন যাবৎ আঃ রাজ্জাক সাইকেল রিকশা মেরামত করে তার পরিবারের জিবিকা নির্বাহকরে আসছে, তার পরিবারের উপর এমন অমানবিক আচরণ কোন ভাবেই কাম্য নয়, এ বিষয় তারা আইনগতভাবে পদক্ষেপ নিবেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। তবে ক্ষতিগ্রস্ত রাজ্জাক মাতবর বলছে এ বিষয় আইনি প্রকৃয়া চলমান রয়েছে।
https://www.youtube.com/watch?v=bOn-X-v9RdM