সুনামগঞ্জের জগন্নাথপুরে গরীব ও মেহনতি মানুষের ডাক্তার খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৩ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহির উদ্দীন ও বাবুল দাসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দীন ভুঁইয়া, হলদিপুর- চিলাউড়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমেদ পীর।
উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রব্বানী মিয়া, রজাক মিয়া, শরিফ হোসেন সিপন, তৈয়ব আলী ভান্ডারী, সৈয়দ জয়তুন মিয়া, সৈয়দ ছইদ আহমেদ, সদস্য, নুরুল আফসার, বিশ্ব বৈদ্য, ছোবা মিয়া, নিশি দাশ, বিকাশ দাস, জগন্নাথপুর পৌর শ্রমিক লীগের আহবায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহমেদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক জয়েন সেক্রেটারি জুনেদ আহমেদ ভুইঁয়া,জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েক আহমেদ, পরিতোষ সরকার প্রমুখ।