অব্যবহৃত ৫৩৫টি পানির ফ্লু মিটার গায়েবের ঘটনায় বরখাস্ত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৮ কর্মচারীকে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সিসিক সূত্রে জানা গেছে, এ ঘটনায় সিসিকের সংশ্লিষ্ট আরও তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সিসিকের ভাণ্ডারে মজুদ ওই ৫৩৫টি পানির ফ্লু মিটারের দাম প্রায় ২৮ লাখ টাকা।সম্প্রতি ৫০টি মিটারের প্রয়োজন পড়লে ভাণ্ডারে গিয়ে দেখা যায় কোনো মিটার মজুদ নেই। এ ঘটনায় সিসিক গত ২৬ সেপ্টেম্বর মহানগরের শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করে।
মিটার গায়েবের ঘটনায় সিসিকের পাম্প অপারেটর হাসান মাহমুদ মাসুমকে সাময়িক ও সাত অস্থায়ী কর্মচারীকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। সেইসাথে শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, পানি শাখার নির্বাহী প্রকৌশলী আবদুস সোবহান ও সহকারী প্রকৌশলী এনামুল হক তপাদারকে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে সিসিকের পানি শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলে আসল অপরাধীদের ব্যাপারে জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।