চুয়াডাঙ্গার আলমাডাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে আওয়াল সরদার (২৮) নামের এক ট্রাকের চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়াল সরদার রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ সরদারের ছেলে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান জানান, উপজেলার গোকুলখালী বাজার এলাকায় পাট বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো।সোমবার ভোরে মেহেরপুর-গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মেহেরপুর-গামী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।