সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনকে তার নিজ জেলা সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদা সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসুরা পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবী। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরাকে নগদ এক লাখ টাকা প্রদান করেন।পরে দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাসুরা পারভীনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ২৫ হাজার টাকা এবং মাসুরার বোন সুমাইয়া পারভীনকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় মাসুরা পারভীনের বাবা রজব আলীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।