মিরপুর, উত্তরাসহ রাজধানী ঢাকার অধিকাংশ জায়গায় আজ রোববার (২ সেপ্টেম্বর) ভোরে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভোর সাড়ে ৫টার পর থেকে এ বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির পরিমাণ কমে গেলেও এখনো অব্যাহত আছে।
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্যবঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে এর আগে শনিবার রাতে বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্যবঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শনিবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।