ইতিহাসে প্রথমবারের মতো মোটো জিপি রেসের আয়োজন করতে চলেছে ভারত। ২০২৩ সালে উত্তর প্রদেশের বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হবে রেসটি। এর আগে এই ভেন্যুতে ফর্মুলা-১ ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স আয়োজন করেছিল ভারত।
ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এটি ক্রীড়া শিল্পের জন্য একটি ঐতিহাসিক দিন এবং ভারতের স্বধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের জন্য একটি উপলক্ষ।ভারতের রাস্তায় ২০ কোটিরও বেশি মোটরসাইকেল রয়েছে যা মোট যানবাহনের ৭৫ শতাংশ। ডর্নার প্রধান নির্বাহী কর্মকর্তা কারমেলো ইজপেলেটা বলেছেন, ‘ভারতে আমাদের প্রচুর দর্শক রয়েছে। তাদের কাছে এই খেলাটি আনতে পেরে আমরা আনন্দিত। ’