পটুয়াখালীতে জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রেসক্লাবের সামনে আজ সকাল ১১ টায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মোঃ শাহিন মৃধার সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাকিল মৃধা,এ সময় যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলার শতাধিক এ্যাম্বুলেন্স মালিক এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতিসহ বক্তারা অনতিবিলম্বে তাদের ৫ দফা দাবী সরকারের কাছে কার্যকর করার দাবী জানান, বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় তাদের ভূমিকা অপরিসীম হওয়া সত্বেও দেশের বিভিন্ন ফেরীঘাট এবং টোল প্লাজাগুলোতে তাদের সাথে অমানুষিক আচরণ করা হয় যা কোন ভাবেই কাম্য নয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমতলী বরগুনা ফেরীঘাট, পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরীঘাটসহ বগা ফেরীঘাটে তাদের সাথে অমানুষিক আচরণ করা হয় এবং এ্যাম্বুলেন্সে রোগী থাকা সত্বেও ফেরীর সময় হওয়া ছারা তাহারা ফেরী না ছারার কারণে অকালেই ঝরে পরে অনেক তাজা প্রাণ। এ ছারা অতিরিক্ত টোল আদায়ের অভিযোগতো রয়েছেই, এ সময় বক্তারা তাদের ৫ দফা দাবী সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরেন।
দাবীগুলো হচ্ছে, দেশে এ্যাম্বুলেন্স চলাচলের জন্য জাতীয় নীতিমালা প্রনয়ণ, এ্যাম্বুলেন্স আয়কর মুক্ত বানিজ্যিক রেজিষ্ট্রেশন, এ্যাম্বুলেন্সের জন্য দেশের সকল সেতু ফেরী এবং টোল প্লাজায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী টোল ফ্রী বাস্তবায়ন, এ্যাম্বুলেন্সের আট আসন অনুমোদন এবং দেশের সকল হাসপাতালের ভিতরে এ্যাম্বুলেন্স পার্কিং এর সুবিধা দিতে হবে।
এ সময় বক্তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালের স্টাফদের কতৃক অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তাদের ৫ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। এ সময় একাধিক এ্যাম্বুলেন্স মালিক অভিযোগ করে বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী এনে নামানো এবং রোগী নেয়ার সময় হাসপাতালের কতিপয় অসাধু কর্মচারী তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে যেটা কোন ভাবেই কাম্য নয়, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ৫ দফা দাবীর বাস্তবায়নসহ দেশের সকল হাসপাতালের কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ঐ সকল কর্মচারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে তাদের ৫ দফা দাবী কার্যকর করার জোর দাবী জানান।
https://www.youtube.com/watch?v=xpgcl3-krIk