প্রতিবার স্বর্ণ চুরি করে কক্সবাজার ঘুরতে যাওয়াই ছিলো তাদের নেশা। চুরির টাকায় সব বন্ধুরা পরতেন একই রকমের পোশাক। এমনই এক স্বর্ণ চোর চক্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এক দোকানেই ৪ বার চুরি করেছে ফরহাদ ও তার বন্ধুরা।এরপর চুরির টাকায় কক্সবাজার গিয়ে মাদক সেবন করা ছিল এই চক্রের কাজ। স্বর্ণ চোর ও ছাড়া এসব মালামাল কেনার সাথে জড়িতসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চলতি মাসের ১৯ তারিখ রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা মার্কেটে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন সততা জুয়েলার্সের দোকানের তালা খুলে স্বর্ণ চুরি করে। এরপর ব্যাগ হাতে নাচতে নাচতে মার্কেট থেকে বেরিয়ে যায় এই চোরচক্র।
এরপর নিউমার্কেট থেকে ছয় চোর একই রকমের জামা কাপড় কিনে রওয়ানা দেয় কক্সবাজারের উদ্দেশে। সেখানে আমোদ প্রমোদে শেষে তিন দিন পর ফেরত আসে তারা। ধরা পড়ে গোয়েন্দা পুলিশের হাতে। চোর ফরহাদ জানায়, নকল চাবি বানিয়ে সুযোগ বুঝে অল্প অল্প করে স্বর্ণ চুরি করতো তারা।
দোকানের মালিক বলছেন, শারীরিক ভাবে অসুস্থ থাকায় পাশের দোকানের কর্মচারী ফরহাদকে দোকান খোলার কাজে ব্যাবহার করতেন তিনি। বিনিময়ে দিতেন ২ হাজার টাকা মাইনে।
পুলিশ বলছে, এই চক্রটি এখন পর্যন্ত ১৮ ভরি স্বর্ণের গহনা চুরি করেছে। আর এসব চুরির স্বর্ণ তারা বিক্রি করতো বিজিবি গেটের কিছু স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। সেইসাথে তাঁতিবাজারসহ বেশ কিছু এলাকায় গুটি কয়েক অসাধু চক্র এসব এসব স্বর্ণ কেনে। তাদের কারণেই চুরির প্রবণতা এখনও কমছে না।