পুজোর উৎসব শুরু হয়ে গেছে। নিজেকে সতেজ রাখতে অনেকে এই সময়ে কত কিছুই না করে চলেছেন। ভালো-খারাপ না জেনে শুধুমাত্র সতেজতার জন্যই আবার অনেকে মুখে বরফ ঘষেন। পুজোর দিনগুলোতে এই অভ্যাসই আপনার জন্য ত্বকচর্চার ফিকির হয়ে উঠতে পারেমুখে বরফ ঘষলে কী কী উপকার পেতে পারেন দেখে নিন এক নজরে-
১) চোখের তলার এবং মুখের ফোলাভাব কমায়।
২) ঠান্ডার সংস্পর্শে মুখের রক্তবাহিকাগুলি সঙ্কুচিত হয়, যার ফলে মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকেও ছোট দেখায়।
৩) খুব কম সময়ে, কম খরচে মুখের যে কোনও সংক্রমণ সারিয়ে তোলে।
৪) মেক আপ নষ্ট হয় না। তবে, বরফ সরাসরি মুখে ঘষতে বারণ করেছেন রূপ বিশেষ়জ্ঞরা। পরিষ্কার কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে প্রতিদিন মুখে পাঁচ মিনিট ঘষলেই হবে।মুখে বরফ ঘষলে কী কী উপকার পেতে পারেন দেখে নিন এক নজরে-
১) চোখের তলার এবং মুখের ফোলাভাব কমায়।
২) ঠান্ডার সংস্পর্শে মুখের রক্তবাহিকাগুলি সঙ্কুচিত হয়, যার ফলে মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকেও ছোট দেখায়।
৩) খুব কম সময়ে, কম খরচে মুখের যে কোনও সংক্রমণ সারিয়ে তোলে।
৪) মেক আপ নষ্ট হয় না। তবে, বরফ সরাসরি মুখে ঘষতে বারণ করেছেন রূপ বিশেষ়জ্ঞরা। পরিষ্কার কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে প্রতিদিন মুখে পাঁচ মিনিট ঘষলেই হবে।