নাটোরের বড়াইগ্রামে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রওশন আরা (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার নগর ইউনিয়নের
দোগাছি মন্ডলের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রওশন আরা সাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং মলিকপুর গ্রামের ইঞ্জিনিয়ার আহাদ আলীর মেয়ে। এ ঘটনায়
নিহতের স্বামী ফিরোজ আহমেদ গুরুতর আহত অবস্থায় হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে ফিরোজ আহমেদ বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে সাতৈল স্কুলের দিকে যাচ্ছিলেন। দোগাছি মন্ডলের মোড়ে আসলে, বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা বালু বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়। ধাক্কা দেওয়ার পর বালু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছেন।
নিহত স্কুল শিক্ষিকার পিতা ইঞ্জিনিয়ার আহাদ আলী বলেন, ‘আমার মেয়ের হায়াত ছিল না বলেই আল্লাহ তাকে নিয়ে গেছেন। এ বিষয়ে আমার কারো প্রতি কোন অভিযোগ নেই। ’
ঘটনার সত্যতা স্বীকার করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।