খুলনার ডুমুরিয়ায় জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে বিল্ল মঙ্গল দাস (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিল্ল
মঙ্গল ডুমুরিয়া উপজেলা বরাতিয়া (দাসপাড়া) গ্রামের বাসিন্দা।
জানা যায়, সকালে বিল্ল মঙ্গল জমিতে সার দিতে স্থানীয় ভায়ানার বিলে যান।দুপুর ১২টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় জমিতে কাজ করা চাষিরা পাশের একটি ঘরে আশ্রয় নেন। আর বিল্ল মঙ্গল জমিতে সার দিয়ে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য পলাশ কুমার দাস জানান, বেলা ১টা বেজে গেলেও বিল্ল মঙ্গল বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যান। মাঠে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।