নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিউটি বেগম (৪৫) নামের এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে বিউটি বেগমের স্বামী আব্দুল বারেক (৪৯) পলাতক রয়েছেন।
উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আব্দুল বারেক পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। বিউটি ও বারেকের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আব্দুল বারেকের বাড়ি যায়। সেখান থেকে গলাকাটা অবস্থায় বিউটি বেগমের লাশ দেখেন তারা। এ সময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি।
এসআই জুবায়ের বলেন, ‘বারেকের ঘরের দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ’
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, স্বামী বারেই বিউটিকে গলাকেটে হত্যা করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও ঘাতক স্বামীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ’