দুর্ঘটনাক্রমে তিন বছরের এক শিশুর ছোড়া গুলিতে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায়। স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাতে খবরটি জানিয়েছে ইউএসএ টুডে।
মার্কিন গণমাধ্যমটি স্থানীয় শেরিফ অফিসের এক ফেসবুক পোস্টের বরাতে জানায়, অবুঝ শিশুটি একটি অনিরাপদ আগ্নেয়াস্ত্র নিয়ে খেলার সময় ওই দুর্ঘটনা ঘটে।স্পার্টানবার্গের বাসিন্দা নিহতের নাম কোরা লিন বুশ। দুর্ঘটনার পর ৩৩ বছর বয়সী কোরাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তবে দুই ঘণ্টা পরে তিনি মারা যান।
শেরিফের অফিসের বিবৃতিতে বলা হয়, আমরা বিষয়টি তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে দেখা গেছে ওই শিশু দুর্ঘটনাক্রমে গুলি ছুঁড়লে তার মা দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
উল্লেখ্য যে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে খেলার ছলে শিশুদের মাধ্যমে অন্তত ১৯৪টি গুলির ঘটনা ঘটেছে। এতে ৮২ জনের মৃত্যু ও ১২৩ জন আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের আলোকে জানা গেছে।