নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ইন্তাজ আলী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে আসলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত যুবক পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার এডভোকেট ইসাহাক আলীর ছেলে। আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।