যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে দেশে ফেরা ২ বাংলাদেশি যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।
শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দর কাস্টমসের তল্লাশি কেন্দ্রে তাদের আটক করা হয়। আটক দুই যাত্রী হলেন মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) এবং একই জেলার পাঁচগাঁও এলাকার জসিম ঢালী (৪২)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানায়, ‘গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস এলাকায় নজরদারি বাড়ানো হয়।
ভারত থেকে বেলা তিনটার দিকে ওই দুজন বাংলাদেশি যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করতে গেলে তাঁদের গতিরোধ করা হয়। এ সময় তাদের ট্রলিব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রাখা ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।
তিনি আরও জানান, ‘আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বাংলাদেশে আনার জন্য কলকাতা থেকে অপরিচিত এক ব্যক্তি তাদের ডলারগুলো দিয়েছিল। আটক দুজনের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।