দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকের চাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দিনাজপুর সদরের খোয়ারের মোড়ের দিকে যাচ্ছিলেন ওই তিনজন। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি এল অটোটির চার্জ শেষ হয়ে যায়। পরে তারা অটোটি থেকে নেমে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। এ সময় পেছনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীদের চাপা দেয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।