খুলনায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে নগরীর খালিশপুরের পিপলসের ৫ম তলা কলোনীর একটি ক্লাব থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন আনোয়ার শেখ (৫২), আলমগীর হোসেন (৫২), মিরাজুল সরদার (৩৮), বাদশা মন্ডল (৬৫), মাহাবুব শেখ (৩৮), উজ্জল (৩৫), সোহাগ আলী (৩৪), কালু মিয়া (৩৭), ঝন্টু মিয়া (৩২), শেখ শামীম হাসান (৩৭), ফরিদ আহম্মেদ (৫২), তুষার শেখ (৩৫), কাইয়ুম খান (৫৪), কুদ্দুস খান (৪৮) ও মোসলেম বেপারী (৩৮)।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য রাখা ৭ সেট তাস ও ৪০ হাজার ২০০ টাকাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।