ইউক্রেনে আগ্রাসনের জেরে অবশেষে রাশিয়ায় পেপসি, সেভেন আপ এবং মাউন্টেন ডিউ তৈরি করা বন্ধ করে দিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি পেপসিকো ইনকরপোরেশন।
মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর কোম্পানিটি আগেই বিক্রয় ও উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। মস্কো ও এর বাইরে কয়েক ডজন সুপারমার্কেট, খুচরা বিক্রেতা ও জিমে অনুসন্ধান চালানোর পরই এলো পেপসিকো ইনকরপোরেশনের এ ঘোষণা।
এর আগে মার্চের শুরুতে দেশটিতে কোম্পানিটির উৎপাদন, বিক্রি, বিজ্ঞাপন এবং এর প্রচারমূলক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।