প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেবেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান প্রধানমন্ত্রী।
সেখানে তিনি ৫ দিন অবস্থান করেন। এ সময় দেশটির ক্লারিজ হোটেলে ছিলেন প্রধানমন্ত্রী।
এদিন (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লারিজ হোটেলের লবিতে বিদায় জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক আবুল হাশেম, সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম-সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।