আওয়ামী লীগ তাদের নেতৃত্ব সরকারি আমলাদের হাতে তুলে দিয়ে নিজেরা দেউলিয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার মহাখালীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র (গুলশান জোন) এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। খসরু বলেন, এ সরকারের এখন আর দেশেও কোন পথ নাই, বিদেশেও কোন পথ নাই। ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে আগামী দিনের বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, এই সরকারের আমলে নজিরবিহীন লোডশেডিং হচ্ছে, জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে, নিত্যপণ্যর মূল্য আকাশছোঁয়া, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ হাজারো অনিয়ম হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস, তাবিথ আউয়ালসহ বিএনপির নেতৃবৃন্দ।