ডিম ও ব্রয়লার মুরগির মাংসের দাম বাড়ার জন্য দেশের ১২টি বড় কোম্পানিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। রোববার (১৮ সেপ্টম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের নেতারা বলেন, রোজা, ঈদ বা পূজার মতো বিশেষ দিনগুলোতে মুরগির বাচ্চার দাম ৫০ ভাগ বাড়িয়ে দেয় বড় বড় কোম্পানিগুলো। উৎসবের ৪৫ দিন আগে পোল্ট্রি ফিডে বস্তায় হাজারের বেশি টাকা বাড়িয়ে দেন তারা।
এ কারণে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। কোস্পানিদের একতরফা বাজারনীতির কারণে সম্প্রতি ডিমের দাম লাগামছাড়া হয়েছে বলে অভিযোগ তাদের।
এ সমস্যা থেকে উত্তোরণে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে পোল্ট্রি বোর্ড গঠন করার দাবি জানিয়েছেন নেতারা। যেখানে মুরগির বাচ্চা ও ফিড এর মূল্য সরকারিভাবে নির্ধারণ, ডিমের উৎপাদন খরচ মনিটরিং, মেডিসিনের বিক্রয় মূল্য নির্ধারণসহ সমন্বয়ের কাজের কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে সিন্ডিকেট ভঙ্গে ৬ দফা দাবি উত্থাপন করেন ক্ষুদ্র খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার।