বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের কারণে আমরা অনেক সমস্যা মোকাবেলা করছি। তাদের মিয়ানমার ফেরত নিতে চাচ্ছে না। তবে রোহিঙ্গাদের ফেরাতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
যাতে তারা শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’
কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ কথা বলেন। অপরাধ প্রবণতা ঠেকাতে ঝুঁকিতে থাকা ৩৬ তরুণকে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে র্যাব।
মন্ত্রী বলেন, ‘আমাদের জায়গা ছোট, লোকজন এত বেশি, তার ওপর আমরা মিয়ানমার দ্বারা আক্রান্ত। আপনারা দেখেছেন সেখানে নাগরিকদের গুলি করে মারা হয়েছে, বিতাড়িত করা হলো। আপনারা দেখেছেন নাফ নদী রক্তে রঞ্জিত হয়েছে, সেখানে ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সে সময় অনেকেই বলেছেন আমরা তাদের আটকে দেই।
‘তবে আমাদের প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, তোমাদের মনে নেই মুক্তিযুদ্ধের সময় কোটি কোটি বাঙালি শুধু প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। তাই আমরা রোহিঙ্গাদের জীবনটা রক্ষার সুযোগটা দিতে চাই। তখন বিজিবিকে সরে দাঁড়াতে বলা হলো, রোহিঙ্গারা এসে আশ্রয় নিল। ’
কক্সবাজারের আইনশৃঙ্খলা নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন,‘অপরাধ প্রবণ কক্সবাজারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো একধাপ এগিয়ে দিয়েছে র্যাব। কক্সবাজারে অপরাধ বাড়ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ’
র্যাবের কর্মশালা নিয়ে তিনি বলেন, ‘অপরাধে জড়াতে পারে এমন ব্যক্তিদের খুঁজে আলোর পথে এনে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে। ‘নবজাগরণ’ নামে এই কর্মশালার আওতায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমন ৩৬ তরুণ-তরুণীকে স্বাবলম্বী করে তোলা হয়েছে। কক্সবাজার থেকে শুরু হলেও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে এ প্রকল্পের আওতায় এনে তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করছে র্যাব।