এবছর করোনা মহামারি এবং বন্যা পরিস্থিতির কারণে কয়েক দফা পিছিয়ে আজ শুরু হয়েছে পরীক্ষা। তবে পরবর্তী বছর থেকে আরও আগে পরীক্ষার আয়োজনের আশ্বাস জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিক্ষাকেন্দ্র পরিদর্শন কালে তিনি এ বিষয়ে জানান।
তিনি বলেন, প্রতিবছরের মতো আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা সম্ভব নাও হতে পারে।তবে পরীক্ষাটি আরও এগিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। এসএসসি ২০২০ সালের পরীক্ষা মার্চে শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশে সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যানজটের কথা বিবেচনা করে এবার পরীক্ষার শুরুর সময় ১০ টা থেকে পিছিয়ে সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে।
এ বছর মোট ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।