বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার বাড়ির বারান্দা থেকে বানচা কর্মকার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রেমিকাকে আটক করেছে পুলিশ।
নিহত বানচা কর্মকার উপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা কর্মকার ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কামার শিল্পের কাজ করেন। এ সময় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বানচা কর্মকারের। সোমবার রাতে বানচা তার প্রেমিকার বাড়িতে যান। তবে কীভাবে বানচার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
নিহত বানচা কর্মকারের ছেলে বাধন কুমার জানান, তার বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে সেলিনা বেগম তাকে সংবাদ দেয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছে বাবাকে মৃত অবস্থায় ঘরের বারান্দায় পাওয়া যায়।
প্রেমিকা জানান, বানচা কর্মকারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সে বাড়িতে যাতায়াত করত। সোমবার রাতে বাড়িতে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে মারা যায়। তখন তার পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়।
বগুড়র ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।