এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব বন্ধে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের গুজব যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাউশির মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডা. দীপু মনি।
মন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কীভাবে হবে সেটি এখনও চূড়ান্ত নয়। তবে ধারাবাহিক ও সামষ্টিক দুইভাবেই হওয়ার সম্ভাবনা রয়েছে।