রোহিঙ্গাদের দীর্ঘদিনের অবস্থানের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় ৪৬তম ইন্দো প্যাসেফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, মিয়ানমারের নাগরিকদের দীর্ঘদিনের অবস্থানের কারণে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে দেশ অনিরাপদ হয়ে ওঠবে।
শেখ হাসিনা আরও বলেন , আমরা শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিয়ানমারকে অনুরোধ করছি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে নিরাপত্তার ধরন ও সংজ্ঞা পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। আর এ কারণে কোনো আঞ্চলিক নিরাপত্তার সমস্যাও বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব পরেছে। একই সঙ্গে দেশের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তাও হুমকীর মুখে পড়েছে।