বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দূরপাল্লার একটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামে এক নারীকে আটক করেছে। আটক নারী যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের আবু তালেবের মেয়ে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেরের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হকের নির্দেশে রোববার দুপুরে সার্কিট হাইজের কাছে খুলনা থেকে বরিশালগামী অনিক ক্লাসিক ধাঁনসিড়ি পরিবহনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরির্দশক সুরেশ চন্দ্র হালদারের নেতৃত্বে এ সময়ে নারী পুলিশ সদস্যরা যাত্রী ঝর্ণা বেগমের পা ও শরীরে বিশেষ কৌশলে রাখা ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করে।
ঝর্ণা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা