পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা থেকে ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পারভেজ হাং (২৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। শুক্রবার ৯
সেপ্টেম্বর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল
ইসলাম (বিপিএম, পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ) এর প্রত্যক্ষ নির্দেশনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার এসআই
(নিঃ) এম নজরুল ইসলাম সংগীয় ফোর্স এর সহায়তায় গলাচিপা থানাধীন ০১ নং আমখোলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ আমখোলা বাজার হতে মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ হাং
(২৪), পিতা- মিলন হাং, গ্রাম- আমখোলা, ০৩ নং ওয়ার্ড, থানা-গলাচিপা,জেলা-পটুয়াখালী কে ০১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ
(ওসি) এম আর শওকত আনোয়ার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।