থানায় থানায় নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে বলে অভিযোগ করেছিল বিএনপি। তবে তাদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘থানায় থানায় নেতাকর্মীর তালিকা করা হচ্ছে বিএনপির এমন অভিযোগ অসত্য। এটি তাদের একটি কৌশল।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এক সেমিনার শেষে এ কথা বলেন মন্ত্রী। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থ-সামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ।
চট্টগ্রামের আলোচিত মিতু হত্যাকাণ্ড নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। মিতু হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে কোনো ভুল করবে না পুলিশ ব্যুরো অব ইনস্টিগেশন (পিবিআই)। পিবিআই এখন পর্যন্ত যা করেছে সবই বাস্তবসম্মতভাবে করেছে। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন তদন্তের পরই সবগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। । পিবিআইয়ের ওপর আমাদের আস্থা রয়েছে। ’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উত্তেজনা নিয়ে তিনি বলেন, ‘সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করা হয়েছে। তারপরেও যদি তারা না শোনে তাহলে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ড উপস্থাপন করা হবে। সীমান্তে যে গোলাবারুদ পাওয়া গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা মিয়ানমারের হাইকমিশনকে জানিয়ে প্রতিবাদ করা হয়েছে।