ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং মন্দার কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশে ধারাবাহিকভাব পণ্য রপ্তানির ক্রয়াদেশ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। আগামী মাসগুলোতে এই ক্রয়াদেশ আরও কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি।
বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, এই কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাকশিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে।প্রবৃদ্ধি হলেও গত দুই মাসে ক্রমাগতভাবে পণ্য রপ্তানির ক্রয়াদেশ কমছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং মন্দার কারণে এই ক্রয়াদেশ কমতে পারে। গত দুই মাসে কার্যাদেশ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে।
তিনি আরও বলেন, খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমানভাবে মুদ্রাস্ফীতির বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছেন। অনেক ব্র্যান্ডের পণ্যের খুচরা বিক্রি কমেছে। এতে তাদের অবিক্রিত পণ্য বেড়ে যাচ্ছে। এসব বিবেচনা করে আগামী মাসগুলোতে আমাদের রপ্তানি আরো কমতে পারে
এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।