চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়ায় মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেয় টোকন আলী (৪৫)। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।
নিহত টোকন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, বুধবার দুপুরে ভাংবাড়িয়া গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতীরে জুয়া খেলছিল টোকনসহ কয়েকজন যুবক।খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভাংবাড়িয়া ক্যাম্প পুলিশ। ঘটনাস্থল থেকে কবিরুল ইসলাম ও আকছেদ আলী নামে দুজনকে আটক করা হয়।
এ সময় টোকন আলী ও নাজিম উদ্দিন নামে দুজন নদীতে ঝাঁপ দেয়। নাজিম সাঁতরে নদী পাড়ে উঠলেও স্রোতের তোড়ে তলিয়ে যায় টোকন। পরে খবর দেয়া হয় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে। তারা দিনভর খোঁজাখুঁজি করেও টোকনের হদিস পায়নি।
অবশেষে টোকনের খোঁজে খবর দেয়া হয় খুলনা বিভাগীয় সিভিল ডিফেন্সের ডুবুরিদলকে। বৃহস্পতিবার ডুবুরিদল মাথাভাঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নতিডাঙ্গা গ্রাম সংলগ্ন নদী থেকে টোকনের লাশ উদ্ধার করে।