সারা দেশের ন্যায় নেত্রকোণাতেও “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
আজ দুপুরের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে নেত্রকোণা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মনসুরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।