ভারতের আজমিরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরিফ জিয়ারতের উদ্দেশে রাজস্থানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তিনি দিল্লির উদ্দেশে বের হন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, দরগাহ শরিফে নফল নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর দেশ ও জনগণ এবং সমস্ত মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করবেন তিনি।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রধানমন্ত্রী সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ এবং মোনাজাতের পর কিছু সময় অবস্থান করবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।
নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন শেখ হাসিনা। এ সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এস জৎয়শঙ্কর, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।