মালিক সমিতির দুই নেতার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ রুটে দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট অব্যাহত রেখেছেন সাধারণ মালিকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
পাশাপাশি দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরাও পড়েছেন আর্থিক সংকটে। বিষয়টি সমাধানের জন্য আগামী শনিবার বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে ধর্মঘট করা সাধারণ বাস মালিকদের বৈঠকের কথা রয়েছে।
বাস মালিক মাহাবুব হোসেন শেলু, মামুন তালুকদার, মীর আজাদ রানা ও ইব্রাহীম তালুকদার জানান, শরণখোলা-মোরেলগঞ্জ- মোংলা বাস মিনিবাস মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা ও জুলুম থেকে মালিক সমিতিকে মুক্ত করতে তারা দ্বিতীয় দিনেও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
মালিক সমিতির দুই নেতা সাধারণ বাস মালিক-শ্রমিকদের রক্ত চুষে নিচ্ছেন। শরণখোলা-মোরেলগঞ্জ রুটে ৩০ থেকে ৩৫টি বাস চলাচল করে। এর মধ্যে দু-চারটি বাদে অন্যসব বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। এ দুই নেতা ধর্মঘট প্রত্যাহারের জন্য মালিক-শ্রমিকদের হুমকি দিচ্ছেন। তারা নানারকম ভয়ভীতি দেখিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে তিনটি বাস সড়কে নামতে বাধ্য করেছেন। এতে অন্যসব মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আগামী শনিবার মোরেলগঞ্জে বৈঠকের কথা রয়েছে। এর আগ পর্যন্ত তাদের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই বৈঠকে সন্তোষজনক সমাধান না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
এ ব্যাপারে শরণখোলা-মোরেলগঞ্জ-মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ বলেন, বাস চালাতে কোনো মালিককে জোর করা হয়নি। বাস মালিকরা তাদের প্রয়োজনে বাস চালাচ্ছেন। বিষয়টি আগামী শনিবারে বৈঠকের সমাধান হবে।