মাগুরার শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত রাশেদুল ইসলাম (৫৫) হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে কাজলি গ্রামের হান্নান মোল্যার সঙ্গে প্রতিপক্ষ পবন মোল্লা গ্রুপের বিরোধ সৃষ্টি হয়।এ নিয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সবশেষ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পবন মোল্লা গ্রুপের রাশেদুলকে একা পেয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ হান্নান মোল্লার লোকেরা।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে মারাত্মক জখম হন আরও আটজন। পরে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।