ফিটনেস ট্রেনিং করতে এবার থাইল্যান্ড গেছেন তামিম ইকবাল। দেশে ফিটনেস নিয়ে খুব একটা কাজ করতে দেখা যায় না তাকে। তিনি আসলে ফিটনেস নিয়ে কাজ করেন লোকচক্ষুর অন্তরালে।
ব্যাংককের বিশেষজ্ঞ ট্রেনার নিয়ে আগেও ফিটনেস ট্রেনিং করেছেন তামিম।শরীরের মেদ ঝরিয়ে হালকা-পাতলা হয়েছিলেন।
এবারও ফিট শরীরে দেশে ফিরবেন ওয়ানডে অধিনায়ক। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট ছেড়ে দেওয়ায় আপাতত লম্বা ছুটিতে তিনি। ডিসেম্বরের আগে তামিমের কোনো আন্তর্জাতিক খেলা নেই।
ভারতের বিপক্ষে দেশে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলবেন তামিমরা। তবে বিসিবি চায় আবুধাবিতে বাংলাদেশ ‘এ’ দলের সফরে থাকেন টাইগার ওপেনার।