নাটোরের সিংড়ায় র্যাব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ বিকেল ৩ টার সময় র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া নিঙ্গইন গ্রাম থেকে আসামী ১ মোঃ পাশান শেখ (৫০) পিতা মৃত হোসেন আলী শেখ, গ্রাম উত্তর দমদমা, ২ শ্রী কাঞ্চন চন্দ্র দাস (৩২) পিতা কালন চন্দ্র দাস, গ্রাম চাঁড়া জয়নগর, উভয়ের থানা সিংড়া জেলা নাটোর তাঁদের কে আটক করে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন জানান, আটক কৃত ব্যক্তিরা জব্দকৃত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাঁদের নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।