পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও চার জেলে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার রূপারচর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত জেলের নাম সাইফুল বয়াতী (২৬)। তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের শানু বয়াতীর ছেলে। আহত জেলেরা হলেন, মধু মিয়া (৩৮), কাইয়ুম গাজী (৩৮), সাগর (২০) ও পরান (১৮)। তাদের বাড়িও বাইলাবুনিয়া গ্রামে।
জানা যায়, সকাল ১০টার দিকে সোনারচর থেকে দক্ষিণের রূপারচর সংলগ্ন জলসীমায় মধু মিয়ার ট্রলার নিয়ে মাছ শিকার করছিল মধু মিয়াসহ পাঁচ জেলে। এসময় তাদের ট্রলারে বজ্রপাতে পাঁচজনই আহত হন।
তাদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুলকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি সাগরের কাছাকাছি ঘটেছে। লাশ গলাচিপা হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।