রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ ও চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। পরে মারা যান চার জন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। স্থানীয়রাও সহযোগিতা করেছেন। দুর্ঘটনাকবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।
পুলিশ জানিয়েছে, বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেন।
হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন রামেক চিকিৎসকরা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। তবে মেডিকেলে আরও মারা গেছেন কি না পরে বলা যাবে। নিহতদের দুজনের পরিচয় মিলেছে। একজনের নাম জীবন, অন্যজনের নাম ধনঞ্জয়। আহত অন্তত ৬০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।