বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার- জেডিপিসি এর উদ্যোগে ৫ দিন ব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
রোববার সকালে রাজধানীর করীম চেম্বারে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বন্ধ পাটকল গুলো পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নেয়া হবে। দেশের বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিয়েছে।মেলায় পাওয়া যাচ্ছে পাটের তৈরি হাত ব্যাগ, খেলনা, গৃহসজ্জার বিভিন্ন জিনিসসহ আরও অনেক দৃষ্টিনন্দন, পরিবেশ বান্ধব পাটজাত পণ্য।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। এবারের মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত ২৮২ ধরনের পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার মেলা শেষ হবে।